রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার একটি টিম গত (১০ মার্চ ২০২৪) রাত্রি ১০.১৫ ঘটিকার সময় নাগেশ্বরী থানাধীন রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা গ্রামের নাখারগঞ্জ টু দিঘীরপাড়গামী রাস্তা থেকে পশ্চিম রামখানা নাখরাজ গ্রামের কুখ্যাত মাদক কারবারি ৬টি মাদক মামলার আসামী মোঃ সাইফুর ইসলাম সাইফুল (৪৫) ‘কে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির @সাইফুল এর বিরুদ্ধে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় ৬ টি মাদক মামলা রয়েছে। উক্ত মাদক কারবারিকে ৭ বার মাদকসহ হাতেনাতে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।