কুড়িগ্রামে চুরির ৪ ঘন্টার মধ্যে চোরাই অটো মিশুক উদ্ধারসহ চোরকে গ্রেফতার

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর তবকুর এলাকায় বসতবাড়ি হতে চুরি হওয়া অটো মিশুক গাড়ি মামলা রুজুর ৪ ঘন্টার মধ্যে উদ্ধারসহ চুরি ও মাদকসহ পূর্বের ১২ মামলার আসামি কুখ্যাত চোরকে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশের একটি টিম।

গত ২৮ জানুয়ারি ২০২৪ রাতে উলিপুর তবকপুর এলাকার এরশাদুল হক এর বসত বাড়ি থেকে ১ টি অটো মিশুক গাড়ি চুরি হয়। এই সংক্রান্তে থানায় মামলা রুজু হওয়ার পর উলিপুর থানা পুলিশের একটি টিম ০৪ ঘন্টার মধ্যে অভিযান পরিচালনা করে চোরাই চক্রের মূল হোতা ১২ মামলার আসামি শরিফুল ইসলাম কে গ্রেফতার ও তার হেফাজত হতে অটো মিশুক গাড়িটি উদ্ধার করে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত শফিকুল কুড়িগ্রাম জেলার কুখ্যাত চোর হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে উলিপুর ও চিলমারী থানায় পূর্বের ১২ টি চুরি ও মাদক মামলা রয়েছে। কুড়িগ্রাম জেলায় অপরাধ দমনে আমাদের অভিযান অব্যহত থাকবে।

Facebook Comments Box
Share: