কুড়িগ্রামে একাধিক মাদক মামলার আসামি ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলায় একাধিক মাদক মামলার আসামি ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ । গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গতকাল (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে উলিপুর থানাধীন হাতিয়া ইউনিয়নের বাবুর চর ঘাটের পাশ থেকে মশালের চর গ্রামের একাধিক মাদক মামলার আসামি কুখ্যাত মাদক কারবারি মোঃ সরবেশ মন্ডল রফিক (দরবেশ) (৩০) এবং মোঃ মুসা (১৯) দ্বয়কে ৫০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে এবং মাদক পরিবহনে ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

Facebook Comments Box
Share: