তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে (১ফেব্রুয়ারি বৃহস্পতিবার কাঠ বোঝাই পাওয়ার ট্রিলার উল্টে ইমান (৩৫) নামক চালকের মৃত্যু হয়েছে।
উপজেলার কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ ও স্থানীয় লোকজন জানান, দুপুরে কাঠবোঝাই একটি পাওয়ার ট্রিলার রবিরবাজার আসার পথে উল্টে রাস্তার নিচে পড়ে যায়। এতে কাঠ বোঝাই পাওয়ার ট্রিলারে চাপা পড়ে গুরুতর আহত হন চালক ইমান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রবিরবাজারে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কুলাউড়া থানার ওসি মো. আলী মাহমুদ জানান, দূর্ঘটনায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
Drop your comments: