কমলগঞ্জে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নুরু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে কমলগঞ্জ থানার এএসআই হামিদুর রহমানের সঙ্গীয় দলসহ কুমিল্লার কোতয়ালী থানাধীন আলেকারচর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।

বিগত ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় দায়ের করা একটি মামলায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭-ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১৪ বছরের সশ্রমকারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, এবং জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রমকারাদণ্ড প্রদান করেন।

গ্রেপ্তারকৃত নুরু মিয়ার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামে। শুক্রবার (৫ই ডিসেম্বর) তাকে আইনি প্রক্রিয়া শেষে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *