কমলগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ছলিমগঞ্জে তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ ও মেধাবী ছাত্রীবৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার (১৭ই নভেম্বর) বিদ্যালয়ের আয়োজনে উপজেলার ১১টি প্রাথমিক বিদ্যালয় এবং অত্র বিদ্যালয়ের মেধাবী ছাত্রীদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সুত্রধর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভিন এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আহসান কবির চৌধুরী রিপন।

বক্তারা তাদের বক্তব্যে এই উদ্যোগকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের উৎসাহিত করবে বলে আশা ব্যক্ত করেন।

Facebook Comments Box
Share: