April 24, 2024, 3:35 pm

কনসার্টে যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় নিহত ব্রাজিলের গায়িকা

  • Last update: Saturday, November 6, 2021

ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মারিলিয়া মেন্ডনকা বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। ২৬ বছর বয়সী এই গায়িকা দেশটির ক্যারাটিংগা শহরের একটি গ্রামীণ এলাকার কনসার্টে যোগ দেয়ার কথা ছিল।

শুক্রবার (৫ নভেম্বর) দক্ষিণ-পূর্ব ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যের বিমানটি বিধ্বস্ত হয়। খবর আল জাজিরার।

দেশটির কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে বিমান দুর্ঘটনার কারণ জানা যায়নি। এ দুর্ঘটনায় গ্র্যামি পুরষ্কার জেতা এই গায়িকা ছাড়াও তার প্রোডিউসার, তার সাথে কাজ করা এক চাচা ও দুই পাইলট নিহত হয়েছেন।

মেন্ডনকা তার সার্টানেজো ধরনের অ্যালবামের জন্য ২০১৯ সালে ল্যাটিন অঞ্চলে গ্র্যামি জিতেছিলেন। তিনি ব্রাজিল ও ল্যাটিন অঞ্চলে বেশ জনপ্রিয় একজন সঙ্গীতশিল্পী ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে ২২ মিলিয়ন এবং মিউজিক স্ট্রিমিং সাইট স্পটিফাইয়ে ৪ মিলিয়নের বেশি অনুসারী আছে।

উল্লেখ্য, ১৯২০ এর দশকে ব্রাজিলের গ্রামীণ অঞ্চলে সার্টানেজো ধরনের গানের উৎপত্তি হয়। সাম্প্রতিক সময়ে এটি গ্রামীণ দর্শকদের ছাড়িয়ে ল্যাটিন অঞ্চল জুড়ে জনপ্রিয়তা অর্জন করেছে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC