কক্সবাজার-১ এ কল্যাণ পার্টির পাহারাদারকে বেঁধে অফিসে ভাঙচুর ও আগুন

কক্সবাজার-১ আসনে হাতঘড়ি প্রতীকের প্রার্থী বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের নির্বাচনী প্রচারণার অফিসে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এ সময় অফিসের পাহারাদার আবু সালেহকে মারধর করে বেঁধে রাখা হয়। ভাঙচুর করা হয়েছে অফিসের চেয়ার টেবিলও। মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে আবু সালেহকে আহত অবস্থায় পাশের মরিচ ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের একটি টিম।

স্থানীয়রা জানান, ভোরে বিএমচরে থাকা হাতঘড়ি প্রতীকের নির্বাচনী অফিসের পাহারাদার আবু সালেহকে মারধর করে বেঁধে রাখে দুর্বৃত্তরা। পরে অফিসের ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় তারা। যাওয়ার সময় আবু ছালেহকে মরিচ ক্ষেতে ফেলে রেখে যায়।

এ ঘটনায় সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে কল্যান পার্টি।

Facebook Comments Box
Share: