April 24, 2024, 4:17 am
সর্বশেষ:
লোহাগাড়ার ইউএনও`র সাথে লোহাগাড়া সাংবাদিক সমিতির নব গঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ সর্বজনীন পেনশন স্কিম সেবা প্রদানে বান্দরবানে হেল্প ডেক্স উদ্বোধন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন : শার্শায় তিন পদে ১১ প্রার্থীর মনোনয়ন জমা শার্শায় ৬টি সোনারবার উদ্ধার, আটক ১ সোনারগাঁ বারদী বাজারের ৫০ টাকার খাজনা ৫০০ টাকা মোরেলগঞ্জে অগ্রনী ব্যাংকের পিএলসি নতুন ভবনের উদ্বোধন বাগআঁচড়া চাঁদাবাজির সময় গণধোলাইয়ের শিকার যুবক চট্টগ্রামে র‌্যাবের পাতা ফাঁদে আঁটকে গেল ৪ চাঁদাবাজ আমিরাতে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ লোহাগাড়া সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ, সভাপতি জব্বার ফিরোজ, সম্পাদক জাহেদ

ওসি লাশ হস্তান্তরে চাইলেন ঘুষ, এসআই স্বজনদের মারধর করলেন

  • Last update: Sunday, September 12, 2021

বরগুনার বেতাগীতে আমড়া পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে মৃতুর ঘটনায় মির্জাগঞ্জ থানার ওসি মো. মহিবুল্লাহর বিরুদ্ধে অপমৃত্যুকে খুন বলে লাশ হস্তান্তরে ২০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। এছাড়া ওই থানার এসআই সাইফুল ইসলামের বিরুদ্ধে মৃত ব্যক্তির স্বজনদের মারধরের অভিযোগ উঠেছে।

ইতোমধ্যে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। উক্ত ঘটনায় তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকিসহ মামলা দেওয়ার কথা প্রকাশ্যে বলেন এসআই সাইফুল। একপর্যায়ে মৃত ব্যক্তির স্বজন ও পুলিশের মধ্যে লাশ নিয়ে টানাহেঁচড়া হয়। এ ঘটনায় স্বজনদের মধ্য থেকে তিনজনকে আটক করে পুলিশ। ঘণ্টাব্যাপী করা হয় মারধর।

অভিযোগে জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৪টায় বেতাগীর হোসনাবাদে আবুল বাশার নামে এক (মুদি-মনোহরি) ব্যবসায়ী আমড়া পাড়তে গিয়ে গাছ থেকে পাকা সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা নিকটস্থ মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। দায়িত্বরত চিকিৎসক তানভির হাসান তাকে মৃত ঘোষণা করেন।

শুরু হয় লাশ হস্তান্তরে স্বজনদের সঙ্গে নানা টালবাহানাসহ দুই থানার ওসিদের ফোনে মৌখিক কথোপকথন। একপর্যায়ে সংশ্লিষ্ট থানা বেতাগীর ওসি কাজী সাখাওয়াত হোসেন মির্জাগঞ্জ থানার ওসি মো. মহিবুল্লাহকে বলেন, আমি ঘটনাস্থলে তদন্তের জন্য পুলিশ পাঠিয়েছি এবং জানতে পারি ঘটনা সত্য এটি একটি অপমৃত্যু; শতাধিক লোক ও একাধিক প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন। আপনি চাইলে নি:সন্দেহে ময়নাতদন্তবিহীন স্বজনদের কাছে লাশ হস্তান্তর করতে পারেন। তবে ওসি মহিবুল্লাহ এ কথা এড়িয়ে গিয়ে বলেন, লাশ হস্তান্তরে আইনি জটিলতা আছে।

খবর পেয়ে তথ্য নিতে ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত হন একাধিক সংবাদকর্মী। সংবাদকর্মীদের সামনেও স্বজনদের ওসি মহিবুল্লাহ প্রথমে বলেন কিছু আইনি জটিলতা আছে, তবে আমরা দেখছি আপনারা থানায় আসুন।

কিছুক্ষণ পরে স্বজনদের কাছ থেকে শোনা যায় লাশ নিতে হলে ২০ হাজার টাকা দিতে হবে বলে জানিয়েছেন মির্জাগঞ্জ থানার ওসি মহিবুল্লাহ। সংবাদকর্মীরা টাকার বিষয়টি শোনায় দশ মিনিট যেতে না যেতেই তিনি আবার স্বজনদের ডাকেন এবং বলেন লাশের শরীরে কোনো আঘাত না থাকলেও মাথার আঘাত দেখে মনে হচ্ছে এটি খুন, অপমৃত্যু নয়। সুতরাং লাশ ময়নাতদন্তে পাঠাতেই হবে, আমি ডিআইজি স্যারের সঙ্গে কথা বলেছি তিনিও বিষয়টি জানেন।

ওসির সামনেই স্বজনরা (দুই স্ত্রী) বলেন, আমরা টাকা দিতে পারব না বলে লাশ নিতে পারব না? লাশ মর্গে নিবেন কেন? আমার স্বামীর মৃত্যুর সময় একাধিক প্রত্যক্ষদর্শী ছিলেন, বেতাগী থানার পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একটা দুর্ঘটনাকে আপনারা পুলিশরা খুন বলতে পারেন না। আমার স্বামীর লাশ কাটাছেঁড়া করতে দিব না। এই বলে কেঁদে দেন মৃত আবুল বাশারের দুই স্ত্রী ও স্বজনরা। চলে আসেন আবার হাসপাতালে।

কিছুক্ষণ পর সাইফুল ইসলাম নামের এক এসআই তাদের স্বামীর লাশ ময়নাতদন্তে নেওয়ার জন্য টানাহেঁচড়া শুরু করেন। তারা বাধা দিলে মারধর শুরু করেন সাইফুল এবং সংবাদকর্মীদের সামনেই নারীদের গায়ে হাত তোলেন তিনি। এমন পরিস্থিতিতে শতাধিক স্বজন ডাকচিৎকার দিলে লাশ মেঝেতে ফেলে দিয়ে শুরু করেন এলোপাতাড়ি মারধর, আটক করেন তিনজন স্বজনকে।

মৃত আবুল বাশারের দুই স্ত্রী, ভাইসহ স্বজনরা বলেন, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পরপরই বাশারের মৃত্যু হয়। তারপরই শুরু হয় পুলিশদের নানা ধরনের নাটক।

ছোটভাই শাহাদাৎ বলেন, মির্জাগঞ্জ থানার ওসি বলেন বেতাগী থানায় চলে যান, তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন চলে আসি বাড়ি। বেতাগী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বলেন মির্জাগঞ্জ থানায় যান আমরা বলে দিয়েছি গেলেই লাশ দিয়ে দিবে, যাই আবার মির্জাগঞ্জ। ওসি মহিবুল্লাহ আবার বলেন, বেতাগী থানার পুলিশ লাগবে লাশ হস্তান্তরে, যাই বেতাগী থানায়, পুলিশ আসলে তাদের মধ্যে কথাবার্তা হওয়ার পর তারাও চলে যায় আবার বেতাগী। আমাদের ডাকা হয় আবার মির্জাগঞ্জ থানায়। পরে বলে লাশ ময়নাতদন্ত ছাড়া নিতে হলে ২০ হাজার টাকা খরচ দিতে হবে। টাকা দিতে না চাইলেই বলে এটি অপমৃত্যু না এটি পরিকল্পিত খুন, ময়নাতদন্ত শেষে লাশ পাবেন। পরে লাশ নিয়ে থানায় যেতে চাইলে আমাদের সঙ্গে টানাহেঁচড়া হয়। আমাদের তিনজনকে আটক করে মারধরও করেন। পরে পরিস্থিতি সামাল দিতে না পেরে রাত ২টায় আমাদের কাছ থেকে কয়েকটি সাদা কাগজে স্বাক্ষর রেখে লাশ হস্তান্তর করেন। আমরা এর সঠিক বিচার চাই।

এ ঘটনার পরপরই সংবাদকর্মীদের সঙ্গে কথা হয় এলাকার কয়েকেজনের সঙ্গে। নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করে বলেন, মির্জাগঞ্জ থানার বর্তমান ওসি মহিবুল্লাহ টাকা ছাড়া কিছু বোঝে না। টাকা দিলে মামলা হয় থানায়, টাকাবিহীন একটি মামলাও মির্জাগঞ্জ থানায় নেওয়া হয় না। এছাড়াও তার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে। কিন্তু তারপরও ক্ষমতার দাপটে ঘুষবাণিজ্য করে টিকে আছেন।

এ ঘটনার ব্যাপারে জানতে চাইলে এসআই সাইফুল বলেন, যা হইছে তা তো দেখেছেনই, যা পারেন কইরেন, আমি আপনাদের দেখে নেব! মামলা গুনেও শেষ করতে পারবেন না।

বেতাগী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছি এটি নিঃসন্দেহে একটি অপমৃত্যু। তারপরও কেন মির্জাগঞ্জ থানা পুলিশ লাশ হস্তান্তরে গড়িমসি করেছে, কী আইন জটিলতা ছিল এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই।

তবে এসব অভিযোগের ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি মো. মহিবুল্লাহ বলেন, পরিস্থিতি সামাল দিতে তিনজনকে আটক করা হয়েছিল, পরে ছেড়ে দেওয়া হয়েছে। লিখিত রেখে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে ফোনালাপে আর্থিক লেনদেনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, চা খেতে আসেন, ফোনে আর কী বলব। রাতে তো ঘুমের সময় ভাই।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC