April 25, 2024, 2:23 pm

ঐক্যবদ্ধ হয়ে করোনা মোকাবেলা করতে হবে

  • Last update: Wednesday, July 28, 2021

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিঃ বানিয়াচং উপজেলার মানুষজনকে কভিড-১৯ মহামারী থেকে রক্ষা করতে হলে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবেবলে মন্তব্য করেছেন বানিয়াচং উপজেলা সমন্বয় সভার বক্তাগন।
২৮ জুলাই বুধবার দুপুর ১২টায় বানিয়াচং উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত ভার্চুয়ালি সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।

সভায় ভার্চুয়ালি সংযোগে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। সভায় বানিয়াচংয়ে করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় উদ্ধেগ প্রকাশ করা হয়।
জনসচেতনতায় মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে ইতিমধ্যে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ও সংবাদকর্মীগন করোনায় আক্রান্ত হওয়ায় তাদের রোগমুক্তি কমনা করা হয়।

করোনা মোকাবেলা করেই প্রশাসনের সর্বস্তরে সঠিকভাবে কাজ করার মাধ্যমে দেশ ও রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও আহবান জানানো হয়েছে।জনসাধারনকে আরও বেশি সচেতন হওয়ার জন্য বক্তাগন জোর দাবী জানিয়েছেন।

এ সময় ভার্চুয়ালি সংযোগে ছিলেন ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, কৃষি কর্মকর্তা মোঃ এনামূল হক,ইউএইচও শামীমা আক্তার,মৎস্য কর্মকর্তা একরামুল হক,যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল,খাদ্য কর্মকর্তা খবির উদ্দিন,সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান,সমবায় কর্মকর্তা সৈয়দ হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ,পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হাদী,বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক,গিয়াস উদ্দিন আহমেদ,ওয়ারিশ উদ্দিন খান,মৌঃ হাবিবুর রহমান,রেখাছ মিয়া,লুৎফুর রহমান,এরশাদ আলী,আনোয়ার হোসেন,জয়কুমার দাশ,আব্দুল কুদ্দুছ শামীম,মোতাহের হোসেন,ফজলুর রহমান প্রমূখ।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC