জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তারা এককভাবে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে এবং ৩০০ আসন জয়ের লক্ষ্য রাখছে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে শাপলা কলি প্রতীকের প্রার্থী ঘোষণা করা হবে। তবে গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বেগম খালেদা জিয়ার সম্মানে ওইসব আসনে প্রার্থী দেওয়া হবে না।
বুধবার (৫ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় নিহত জুলাইযোদ্ধা গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশে যারা গডফাদারগিরি করে, তারা নির্বাচনে দাঁড়ায়। আমরা চাই সাধারণ, গ্রহণযোগ্য মানুষকে নির্বাচনে যেতে, যাকে জনগণ কাছে পাবে। শিক্ষকদের আমরা জনপ্রতিনিধি হিসেবে সংসদে দেখতে চাই।”
তিনি আরও বলেন, গাজী সালাউদ্দিন ভাই নিহত হওয়ার আগে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দ্বারা হেনস্তার শিকার হন। এটি প্রমাণ করে দেশের বিভিন্ন এলাকায় জুলাইযোদ্ধাদের নিরাপত্তা সংকট রয়েছে। এনসিপি তাদের পাশে আছে, তবে সরকারের ও সব রাজনৈতিক দলের দায়িত্বও এটি নিশ্চিত করা।
নাহিদ বলেন, “গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা এখনও সঠিকভাবে দেওয়া হয়নি। এজন্য মৃত্যু ও শহীদের সংখ্যা বেড়ে চলেছে। আহত যোদ্ধাদের শুধু সাময়িক নয়, দীর্ঘমেয়াদি চিকিৎসাও প্রয়োজন।”
নিহত সালাউদ্দিনের প্রতি শ্রদ্ধা জানাতে নাহিদ ইসলাম করব জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ প্রমুখ।
