হাটহাজারী উপজেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এইচবিবি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর ৮ম বর্ষপূর্তি উদযাপন এবং উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
বর্ষপূর্তি উপলক্ষে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, দরিদ্রদের মাঝে চাল বিতরণ ও চলাফেরায় অক্ষম বৃদ্বাকে হুইল চেয়ার প্রদান ও সহ নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) হাটহাজারীতে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়। এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ জাহেদুল ইসলাম কে উপদেষ্টা করে সাত সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এছাড়াও প্রতিষ্ঠাতা সদস্য মোঃ তানভীর আহমেদ কে প্রধান পৃষ্ঠপোষক, মোঃ জমিরউদ্দীনকে পরিচালক ঘোষণা করা হয়।
সংগঠনের মোঃ সানাউল্লাহ খানকে সভাপতি এবং মোঃ রিয়াজ আকবরকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যদের কার্যকরী কমিটি গঠন করা হয়।
কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতিঃ মো. নাজিমউদ্দীন, সহ সম্পাদকঃ মো. ইয়াছিন ওমর, সাংগঠনিক সম্পাদকঃ মো. মঞ্জরুল হোসেন, অর্থ সম্পাদকঃ মো. আহসান খান, সহ অর্থ সম্পাদকঃ মোহাম্মদ কামরুল হাসান, শিক্ষাবৃত্তি বিষয়ক সম্পাদকঃ সৈয়দ মো. সাব্বির হোসাইন, সমাজ কল্যাণ সম্পাদকঃ বেলাল উদ্দিন রিয়াদ, ক্রীড়া সম্পাদকঃ সাইফুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ মো. হান্নান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদকঃ মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদকঃ মো. হৃদয় চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন- অসহায় মানুষের কষ্টের সময় তাদের মাথার উপর ছায়া হয়ে সবসময় সহযোগিতা করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন এইচবিবি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমরা সংগঠন এর সফলতা কামনা করছি।