উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ শনিবার (২৯ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন।

সভায় বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন পায়। নতুন সংশোধনে বিদ্যমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন আনা হয়েছে, এনজিও নিবন্ধন প্রক্রিয়া সহজ করা হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্ত শিথিল করা হয়েছে। এখন থেকে বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান গ্রহণে আলাদা অনুমোদনের প্রয়োজন হবে না, ফলে আইনটিকে আরও অংশীজনবান্ধব রূপ দেওয়া হয়েছে।

এছাড়া পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫–এর খসড়া সভায় উপস্থাপিত হয়। খসড়াটি আরও পরিমার্জিত আকারে পরবর্তী সভায় পুনরায় উত্থাপনের নির্দেশনা দেয় উপদেষ্টা পরিষদ।

সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে আটক অবশিষ্ট ২৪ জন প্রবাসীর মুক্তি প্রক্রিয়ায় অগ্রগতির বিষয়ে পরিষদকে অবহিত করেন। তিনি জানান, আগামী দুই-তিন দিনের মধ্যেই তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা সম্পন্ন হবে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *