সিলেট থেকে: আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে তোড়জোড় শুরু করেছে সিলেটের প্রবাসী অধ্যুষিত এলাকা গোলাপগঞ্জ উপজেলা জামায়াত।
ইতোমধ্যে তাদের প্রার্থীও ঘোষণা করেছে। ২০১৪ সালে জামায়াতের ব্যানারে নির্বাচিত হাফেজ নাজমুল ইসলামই প্রার্থী হচ্ছেন বলে জামায়াত সূত্রে জানা গেছে। প্রার্থীতা ঘোষণার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে কৌশলে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে৷
এদিকে শনিবার (১৬ মার্চ) গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল স্থানীয় নেতারা নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত করে বক্তব্য রাখেন।
জামায়াতের প্রার্থী নাজমুল ইসলাম বলেন, ‘স্থানীয় জামায়াত আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে৷ স্থানীয় দাবির প্রেক্ষিতে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।’
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আগামী ৪ মে উপজেলা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।