উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেবে না: রিজভী

জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

রুহুল কবির রিজভী বলেন, জনগণের ইচ্ছার কোন কর্নপাত করে না সরকার। তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই বিএনপি আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেবে না।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দেশের অর্থনীতিতে ধস নেমেছে, বিদেশী বিনিয়োগ কমেছে। দ্রব্যমূল্যের দামে নিঃস্ব দেশের মানুষ। কিন্তু সরকার কোন কিছুতে কর্নপাত করছে না। তার নিজেদের স্বার্থ উদ্ধার আর লুটপাটে ব্যস্ত।

বিএনপির এই নেতা বলেন, বিদেশী প্রভুদের খুশি করতেই ৭ই জানুয়ারি নির্বাচন করেছে সরকার। দুর্বল পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ আজ নতজানু রাষ্ট্রে পরিণত হয়েছে।

ভারত সীমান্তে বিজিবি সদস্যকে হত্যার ঘটনায় সরকারের ভূমিকায় সমালোচনাও করেন তিনি।

Facebook Comments Box
Share: