উত্তরায় ভবনে আগুন, মৃত্যু বেড়ে ৬

রাজধানীর উত্তরায় সাততলা একটি ভবনে আগুন লেগে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়ে। সকলেই দুই পরিবারের সদস্য বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রথমে তিনজনের মৃত্যুর তথ্য জানায় ফায়ার সার্ভিস। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজনের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ভবনটির দ্বিতীয় তলায় এ আগুন লাগে।

সকালে ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার খবরে সকাল ৭টা ৫৪ মিনিটে উত্তর ফায়ার স্টেশন থেকে দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আর সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় বাসার ভেতরে থাকা তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

দুপুরে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী জানান, কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজনে মৃত্যু হয়।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *