উত্তরবঙ্গ গরিব নয়, একে গরিব করে রাখা হয়েছে: ডা. শফিকুর রহমান

উত্তরবঙ্গকে এতকাল অবহেলা করে ‘সৎ মায়ের মতো’ আচরণ করা হয়েছে। উত্তরবঙ্গ গরিব নয়, একে গরিব করে রাখা হয়েছে। আমরা উত্তরবঙ্গকে আর বেকার দেখতে চাই না। প্রত্যেকের হাতে কাজ তুলে দিতে চাই বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড়ে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেছেন।

মঞ্চে উপস্থিত হয়ে ডা. শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানানো হবে। এখন থেকে উন্নয়ন টেকনাফ থেকে তেঁতুলিয়া নয়, বরং তেঁতুলিয়া থেকে টেকনাফ হিসেবে গণ্য করা হবে।

তিনি বলেন, আল্লাহর নেয়ামত নদীগুলোকে খুন করা হয়েছে। একটি পক্ষ শুধু নির্বাচনের আগে নদী নিয়ে কথা বলে, পরে আর খোঁজ থাকে না। আমরা এমন রাজনীতি ঘৃণা করি।

১০ দলীয় জোট সরকার গঠন করলে পাঁচ বছরে উত্তরবঙ্গের চেহারা বদলে দেওয়া হবে এবং নদীগুলোর জীবন ফিরিয়ে দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

জামায়াত আমির বলেন, পঞ্চগড়েও মেডিকেল কলেজ করা হবে। প্রশ্ন আসতে পারে এত টাকা কোথায় থেকে আসবে? যারা এতদিন দেশ থেকে টাকা পাচার করেছে, তাদের পেটের ভেতর থেকে সেই টাকা বের করে আনা হবে। জুলাই যোদ্ধাদের ঋণ পরিশোধের অঙ্গীকার করে তিনি বলেন, আমাদের কাছে কোনো কার্ড নেই, জনগণই আমাদের কার্ড।” এ সময় তিনি হুঁশিয়ারি দেন যে, জনগণের ভোট কেউ ডাকাতি করার চেষ্টা করলে তা কঠোর হস্তে রুখে দিতে হবে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *