April 23, 2024, 1:47 pm
সর্বশেষ:
সর্বজনীন পেনশন স্কিম সেবা প্রদানে বান্দরবানে হেল্প ডেক্স উদ্বোধন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন : শার্শায় তিন পদে ১১ প্রার্থীর মনোনয়ন জমা শার্শায় ৬টি সোনারবার উদ্ধার, আটক ১ সোনারগাঁ বারদী বাজারের ৫০ টাকার খাজনা ৫০০ টাকা মোরেলগঞ্জে অগ্রনী ব্যাংকের পিএলসি নতুন ভবনের উদ্বোধন বাগআঁচড়া চাঁদাবাজির সময় গণধোলাইয়ের শিকার যুবক চট্টগ্রামে র‌্যাবের পাতা ফাঁদে আঁটকে গেল ৪ চাঁদাবাজ আমিরাতে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ লোহাগাড়া সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ, সভাপতি জব্বার ফিরোজ, সম্পাদক জাহেদ আমিরাতে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের খবর নিতে পরিদর্শনে মিশন কর্মকর্তারা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিস টাইম এক ঘন্টা বৃদ্ধি

  • Last update: Sunday, November 1, 2020

এম আই সুমন,ইবি প্রতিনিধি: পূর্ব নির্ধারিত সময় থেকে এক ঘন্টা বাড়িয়ে অফিসের সময়সূচি সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়।
এর আগে এতদিন মহামারী করোনার কারণে অফিসসমূহ একেবারে সীমিত আকারে চালু রেখেছে বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ।

রবিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
ফলে আগামীকাল সোমবার থেকে এ সময়সূচি কার্যকর থাকবে।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ জানান, বিভিন্ন অফিসের সময়সূচি দিন দিন স্বাভাবিক হচ্ছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় আমরাও অফিসের সময়সূচি বাড়িয়েছি। ভৌগোলিক কারণে আমরা অফিস সময় ১০ টা থেকে ২টা করলাম।

তার পূর্বে অফিস সময় বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত ছিল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোমবার থেকে অফিস সময় সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, করোনা সতর্কীকরণ ও মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহের ছুটির মেয়াদ ১ নভেম্বর থেকে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার উদ্দেশ্যে গত ১৩ এপ্রিলে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ক্লাস, পরীক্ষা ও হলসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে ভার্চুয়াল শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC