আজিজুর রহমান দুলাল: ফরিদপুরের আলফাডাঙ্গা থানা মসজিদে বয়স্কদের জন্য পরিচালিত বিশেষ কোরআন শিক্ষার ক্লাসের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রায় সাড়ে তিন মাসব্যাপী এই শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
মসজিদ কমিটি জানায়, নিয়মিত কোরআন তিলাওয়াত, শুদ্ধ উচ্চারণ অনুশীলন এবং ধর্মীয় জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘমেয়াদি এই কর্মসূচি পরিচালিত হয়। সমাপনীতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, কোরআন শিক্ষার এ উদ্যোগ তাদের ইবাদত ও ধর্মচর্চায় নতুন উদ্দীপনা এনে দিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা ডিভিশনের কুরআন শিক্ষার পরিচালক হাফেজ মাওলানা আরিফুল ইসলাম এবং হাফেজ মাওলানা আবু নাইম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলফাডাঙ্গা থানা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রহমান।
কোরআন শিক্ষা গ্রহণ করেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মনিরুল হক সিকদার, ব্যবসায়ী শহিদুল ইসলাম, সাংবাদিক সেকেন্দার আলম, আজিজুর রহমান দুলাল, গোলাম আজাম মনিরসহ মোট ৩০ জন বয়স্ক শিক্ষার্থী। শিক্ষার্থী ও সাংবাদিক সেকেন্দার আলম বলেন, “বয়স বাড়লেও কোরআন শেখার আগ্রহ কখনো কমে না। নিয়মিত শেখার সুযোগ পেয়ে আমরা সত্যিই উপকৃত হয়েছি।”
ইমাম হাফেজ মাওলানা রহমান তাঁর বক্তব্যে বলেন, “মানুষের জীবনে কোরআনের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়স্কদের মাঝে এমন আগ্রহ দেখে আমরা আনন্দিত। সমাজকে সঠিক পথে রাখতে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানের শেষে বাংলাদেশ, আলফাডাঙ্গা এবং সমগ্র বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
