আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজমুল হাসান, কৃষি কর্মকর্তা তুষার সাহা, প্রানী সম্পদ কর্মকর্তা ভবেন বাইন,প্রাথমিক শিক্ষা অফিসার প্রীতি কনা বিশ্বাস,আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজাসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার নেতৃবৃন্দ তাদের বক্তেব্য বলেন, আজ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাষণের সেই ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন।
১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওর্দী উদ্যান) লাখ লাখ মুক্তিকামী মানুষের জনসমুদ্রে দাড়িয়ে স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়ে ছিলেন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরিবেশন করেন।
এর আগে উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে এসে শেষ হয়।