আজিজুর রহমান দুলালঃ : ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদি গ্রামের সাবেক বিজিবি সদস্য মিজানুর রহমান বাচ্চু মোল্লার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।
ভুক্তভোগী মিজানুর রহমান বাচ্চু থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সরে জমিনে গিয়ে এলাকা বাসীদের মাধ্যমে জানা যায় গত (১৯ জানুয়ারী) শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল বিল্ডিং এর দরজা ভেঙে জোরপূর্বক ঘরে প্রবেশ করে ওই বিজিবি সদস্যসহ পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তার স্ত্রীর শাড়ী দিয়ে সকলকে বেঁধে রেখে প্রায় ৫০ মিনিট ধরে সবকিছু তছনছ করে এবং নগত ৩১ হাজার টাকা, স্বর্ণের নেকলেস সাড়ে ৪ ভরি, স্বর্ণের চুড়ি ৩ ভরি,গলার চিক ২.৭৫ ভরি,কানের দুল ০.৪ ভরি,বালা ১ ভরি, টাস মোবাইল ফোন ১ টা এবং বাটন ফোনসহ
১৩ লক্ষাদিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ওসি তদন্ত মোঃ শামীমুল হক জানান ডাকাতির ঘটনায় আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০৬ তারিখ:২০/০১/২০২৪ ইং।