আলফাডাঙ্গায় সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাস্তায় কম্বল বিতরণ করলেন ইউএনও

আজিজুর রহমান দুলাল: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় তীব্র শীতের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভ্যানচালক, দিনমজুর ও ফুটpathে বসবাসরত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

সন্ধ্যার পর থেকে কনকনে ঠান্ডা ও হালকা বাতাসে খোলা আকাশের নিচে থাকা মানুষের দুর্ভোগ বেড়ে যায়। অনেক ভ্যানচালক শীতে কাঁপছিলেন। সারাদিন কাজ শেষে শত শত দিনমজুর রাস্তার মোড়, বাসস্ট্যান্ড, কাঁচাবাজার কিংবা বিভিন্ন দোকান-অফিসের বারান্দায় আশ্রয় নেন।

এ অবস্থায় শীতার্ত ও গৃহহীন মানুষের কষ্টের কথা বিবেচনা করে মানবিক কর্মকর্তা হিসেবে পরিচিত ইউএনও রাসেল ইকবাল নিজেই কম্বল নিয়ে ছুটে যান তাদের কাছে। তিনি রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় ঘুরে প্রায় শতাধিক ভ্যানচালক, দিনমজুর ও ছিন্নমূল মানুষের হাতে কম্বল তুলে দেন। হঠাৎ পাওয়া এই সহায়তায় শীতার্ত মানুষরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে ইউএনও রাসেল ইকবাল জানান, শীতার্ত মানুষের জন্য সরকার থেকে যে সীমিত বরাদ্দ এসেছে, আপাতত তা-ই বিতরণ করা হচ্ছে। তিনি বলেন,

“শীত এখনো পুরোপুরি শুরু হয়নি। বড় আকারের কম্বলের বরাদ্দ হাতে এলে আরও ব্যাপকভাবে বিতরণ করা হবে। বর্তমানে সীমিত সংখ্যক কম্বল দিয়েই আমরা ভ্যানচালক ও ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”

তিনি আরও বলেন,

“শীতার্তদের কম্বল দিতে পেরে ভালো লাগছে। মানবিক এই উদ্যোগ সামনেও চলমান থাকবে। আমরা নিয়মিতই রাতের বেলায় রাস্তায় নেমে শীতার্তদের সাহায্য করার চেষ্টা করব।”

Facebook Comments Box
Share: