আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রবিবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিন ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ।
এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, আওয়ামী লীগ,যুবলীগ,পুলিশ প্রশাসন, আনসার, উপজেলা মহিলা আওয়ামী, কৃষক লীগ, ছাত্র লীগসহ দলীয় নেতাকর্মী, পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং মুক্তি যোদ্ধার পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে,মুক্তিযোদ্ধা ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ মিলাদ ও দোয়ার আয়োজন করে। উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ও এই দিনে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
অপরদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের স্বাধীনতাকে কল্পনা করা যায় না। এখন আমাদের সাম্প্রদায়িকতাকে উপড়ে ফেলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে কাজ করতে হবে।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন,সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা,মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.সেলিম রেজা,প্রানী সম্পদ কর্মকর্তা ভবেন বাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, দপ্তর সম্পাদক সেলিম রেজা আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম প্রমুখ।