আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় সারাদেশের ন্যায় মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসের প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন, আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, পৌর সভার মেয়র আলী আকসাদ ঝন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, প্রাথমিক শিক্ষা অফিসার প্রীতি কনা বিশ্বাস,উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হাসমত হোসেন তালুকদার (তপন), আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সকালে সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে প্রভাত ফেরী ছাড়াও শহীদদের আত্মার শান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করে উপজেলা হলরুমে বিশেষ মুনাজাত, আলোচনা সভা আয়োজন করা হয়।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ায়, বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়েছে।