আজিজুর রহমান দলাল: ফরিদপুরের আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।
সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী, সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান।

এছাড়াও আলফাডাঙ্গা প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করে। পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী কুচকাওয়াজ, বিশেষ মোনাজাত ও প্রার্থনা, বিজয় মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
