আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আজিজুর রহমান দুলালঃ “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম রায়হানুর রহমান এবং গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজওয়ান আহমেদ। সভার সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মো. আনোয়ার হোসেন।

সভায় প্রধান অতিথি ইউএনও রাসেল ইকবাল বলেন, “সমবায়ের মাধ্যমে দেশের যুব সমাজকে উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব। বৃক্ষরোপণ, মৎস্যচাষসহ গ্রামীণ অর্থনীতির নানা খাতে সমবায়ভিত্তিক উদ্যোগ সম্প্রসারণ করতে হবে।” তিনি সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার আহ্বান জানান।

বিশেষ অতিথি মোহাম্মদ রেজওয়ান আহমেদ বলেন, “সমবায় শুধু অর্থনৈতিক নয়, সামাজিক ঐক্য ও পারস্পরিক সহযোগিতার প্রতীক। ক্ষুদ্র ব্যবসায়ীদের সংগঠিত করে উৎপাদন বৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। সরকারের সহযোগিতায় সমবায় উদ্যোগ গ্রামীণ জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।”

সভাপতির বক্তব্যে উপজেলা সমবায় অফিসার মো. আনোয়ার হোসেন দিবসটির তাৎপর্য তুলে ধরে সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত সবাইকে শুভেচ্ছা জানান এবং কর্মসূচির সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবিরসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সমবায় সংগঠনের সদস্য ও প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির এরিয়া ম্যানেজার শিমুল আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ডাবলু, এশিয়া ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক টিটোন আহমেদ এবং আরএম কুতুবউদ্দিন আহমেদ পলাশ।

আলোচনা সভা শেষে, উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি ইউএনও রাসেল ইকবাল। এই সম্মাননা স্থানীয় সমবায় কার্যক্রমে নতুন উদ্দীপনা যোগাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *