আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ-শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটি’র সদস্য বিশিষ্ট ব্যবসায়ী শেখ তাহিদুর রহমান মুক্ত।
সোমবার ১২ ফেব্রুয়ারী বেলা ১২টায় আলফাডাঙ্গা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলমগীর কবীরের পরিচালনায় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা প্রেসক্লাবে সদস্যবৃন্দ।
শেখ তাহিদুর রহমান মুক্ত সাংবাদিকদের বলেন,
বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের পরিচালক ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলা বাসীর সেবা করার লক্ষ্য কাজ করতে চান।
তিনি আরও বলেন, শুধু উপজেলা নির্বাচনে নয় গত ইউনিয়ন পরিষধ নির্বাচন ও দাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে আমি এলাকায় থেকে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেছি। দীর্ঘদিনের আওয়ামী লীগের রাজনীতি করে আমি মানুষের সেবা করার সুযোগ পেয়েছি।এলাকার মানুষের কাছে কোনো নেতা হতে নয় মানুষের সেবক হতে চাই। আশা করি আমাদের এলাকার জনগণ আমাকে শূন্যহাতে ফিরিয়ে দিবেন না। আমার বিশ্বাস আমাকে জনগণ সামর্থন দিবেন। কথা দিচ্ছি আপনাদের পাশে আছি আমৃত আপনাদের সেবা করতে চাই। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন।