March 29, 2024, 7:20 am

আমিরাতে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত

  • Last update: Tuesday, July 20, 2021

আব্দুল্লাহ আল শাহীন, ইউএইঃ কঠোর স্বাস্থ্যবিধি মেনে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার জামাত। মঙ্গলবার (২০জুলাই) ভোর ৫টা ৫৭ মিনিট থেকে ৬টা ৭ মিনিটের মধ্যে দেশটির ৭ প্রদেশের মসজিদ ও ঈদগাহ ময়দানে জামাত আয়োজিত হয়।

সরকারি নির্দেশনা অনুযায়ী মাত্র ১৫ মিনিটের মধ্যেই খুতবা, জামাত, মোনাজাত সমাপ্ত করা হয়। আমিরাতের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় রাজধানী আবুধাবির শেখ জায়েদ মসজিদে। এছাড়াও বিশাল জামাত অনুষ্ঠিত হয়েছে দুবাই ও শারজাহ ঈদগাহ ময়দানে।

এর আগে আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও আমিরাতের প্রধানমন্ত্রী দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রাশেদ আল মাকতুম পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমিরাতে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিক ও বিশ্বের সকল মুসলমানদেরকে শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, এবারের ঈদেও করোনার সংক্রমণ প্রতিরোধে আমিরাতে জনসমাগম নিষিদ্ধ রয়েছে। আবুধাবিতে রাত ১২ টা থেকে সকাল ৫টা পর্যন্ত বাহিরে যাওয়া নিষিদ্ধ রয়েছে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC