প্রবাসীরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন জন্মভূমির প্রতি দায়িত্ব ও ভালোবাসা প্রকাশে সামান্যতম কার্পণ্য করেন না৷ বিশেষ করে সচেতন প্রবাসীরা নিজ এলাকার উন্নয়ন ও মানবিক কাজে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেন৷
জমকালো আয়োজনের মধ্যদিয়ে মানবিক সংগঠন সুন্দরপুর প্রবাসী পরিষদ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নুরুল আবছারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় দুবাই অনুষ্ঠিত অভিষেকে প্রধান অতিথি ছিলেন পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা ফখরুদ্দিন চৌধুরী ফারুক, বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মো: সরোয়ার, উপদেষ্টা মোহাম্মদ হাসান, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো: শহিদুল্লাহ, এমদাদ হোসেন ভুট্টো, সিরাজুদ্দৌলাহ চৌধুরী বাহার, সাবেক সভাপতি সালাহউদ্দিন মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মিজানুল ইসলাম, মোস্তফা চৌধুরী, মোজাম্মেল ওসমান, সাবেক সাধারণ সম্পাদক ওসমান গণি রুমেল, সহ সভাপতি মোহাম্মদ দিদারুল আলম, মো: হানিফ,কাঞ্চন নগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান জনাব ইয়াসিন আরাফাত প্রমুখ।
এসময় কমিটির নতুন নেতৃত্বরা বলেন, সুন্দরপুর প্রবাসী পরিষদ নিজ এলাকার প্রতি দায়বদ্ধতা থেকে তৈরি হয়েছে। স্থানীয় উন্নয়ন, মানবিক সহযোগী ছাড়াও প্রবাসে অত্র এলাকার বাসিন্দাদের পাশে দাঁড়াবে। সংগঠনের সবাইকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান হয় অভিষেক অনুষ্ঠানে।