আমিরাতে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ঐক্য ফোরামের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৩ জানুয়ারি) শারজায় দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ কুদ্দুস খা মজনু, প্রধান অতিথি ছিলেন সিরাজুল ইসলাম নওয়াব, হুমায়ুন রশিদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মামুন আহমদ, উপদেষ্টা খলিলুর রহমান খলু, আব্দুল মজিদ , সহ-সভাপতি মুহাম্মদ নাসির , আব্দুল্লা কাইয়ূম , আব্দুল আজিজ উজ্জ্বল , হাসনাত আহমদ জগলু , মুতাহার হোসেন চৌধুরী , আব্দুল আহাদ, মোহাম্মদ আব্দুস সালাম , আবু সুফিয়ান , দেলোয়ার হোসেন হাদি , মাসুক মিয়া , এ এস সালমান, কামরুল ইসলাম দুলাল, হাফিজ হেলাল মিয়া ,সাজ্জাদুর রহমান, আবুল হোসেন লেমনসহ আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আসা প্রবাসী বাংলাদেশি ও ফোরামের নেতাকর্মীর।
সভায় বক্তারা বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ও আপসহীন নেত্রী হিসেবে অভিহিত করেন। তাঁরা বলেন, দেশ ও জনগণের অধিকার আদায়ে তাঁর ত্যাগ ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রবাসে থেকেও তাঁর আদর্শকে বুকে ধারণ করে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
সভার দ্বিতীয় পর্বে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা সাদিকুর রহমান। মোনাজাতে তাঁর বিদেহী আত্মার শান্তি এবং মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করা হয়। এছাড়াও মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।
