নিজস্ব প্রতিনিধিঃ সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাতের নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সমিতি শারজার দ্বিতলায় অফিসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়৷
কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় সংগঠনের সভাপতি আলহাজ্ব এম এ করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরীর পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি শারজার সভাপতি এম এ বাশার, দুবাই বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, নজরুল ইসলাম চৌধুরী, বদরুল ইসলাম চৌধুরী, জনাব মুস্তাফিজুর রহমান চৌধুরী, ইকরামুল করিম চৌধুরী, মোছব্বির আলী বাদশাহ, নিজাম উদ্দিন, মোঃ চুনু মিয়া, আব্দুল কুদ্দুস খাঁন মজনু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘নিজস্ব কার্যালয় উদ্বোধনের মাধ্যমে আমিরাতে সামাজিক সংগঠনের এক মেইল ফলক সৃষ্টি হলো। এই কার্যালয় থেকে পরিচালিত সংগঠনটির মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে৷ সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের বাহিরে সিলেটের যেসকল সচেতন প্রবাসী রয়েছেন তাদেরকে একত্রিত করে সংগঠন আরও সমৃদ্ধি লাভ করবে। ‘