সংযুক্ত আরব আমিরাতের প্রাকৃতিক মনোরম পরিবেশে অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের বার্ষিক বনভোজন ও মহান বিজয় দিবস। প্রবাসে দেশের কৃষ্টি-কালচার তুলে ধরা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার শারজাহ ন্যাশনাল পার্কে অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করা হয়। সিলেটের কৃতি সন্তান মুহম্মদ আতাউল গণি ওসমানী যিনি মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন তার প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি বদরুল চৌধুরী, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি শারজার সভাপতি এম এ বাশার। নাজমুল ইসলাম ও প্রকৌশলী তৈয়ব আলীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, জনতা ব্যাংক শারজা শাখার ম্যানেজার আরিফুর রহমান , সাবেক সভাপতি হাজী আব্দুল করিম৷ বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এনাম চৌধুরী, উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল লতিফ প্রমুখ।
বক্তারা প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং দেশের উন্নয়নে সিলেটের প্রবাসীদের ভূমিকার কথা তুলে ধরেন।
ছোটদের জন্য দৌড় প্রতিযোগিতা এবং বড়দের জন্য ঐতিহ্যবাহী নানা খেলার আয়োজন করা হয়। বিশেষ করে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

দিনভর আনন্দ-উচ্ছ্বাসের মাঝে মধ্যাহ্নভোজে পরিবেশন করা হয় সিলেটের ঐতিহ্যবাহী খাবার।
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ বলেন, “প্রবাসের কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে এবং নতুন প্রজন্মের কাছে আমাদের বিজয় দিবসের ইতিহাস ও শেকড়ের পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। আমরা চাই বিদেশের মাটিতেও আমাদের ঐক্য ও সংস্কৃতি অটুট থাকুক।”
দিনব্যাপী এই অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে বিপুল সংখ্যক সিলেট প্রবাসী সপরিবারে অংশ নেন। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
