![InShot_20240125_181933282](https://banglaexpressonline.com/wp-content/uploads/2024/01/InShot_20240125_181933282.jpg)
সংযুক্ত আরব আমিরাতের উম্মুল কুয়াইনে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম নুরুল আমিন (৩৪)।
বুধবার (২৪ জানুয়ারি) উম্মুল কুয়াইন শহরে রাস্তা পারাপারের সময় গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে গুরুতর আহত হন আমিন।
পরে আমিনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহত মোহাম্মদ নুরুল আমিনের বাড়ি চট্টগ্রামের হাটহাজারিতে৷ তিনি হাটহাজারির আলাওল পাড়ার ফতেহপুর গ্রামের মৃত জেবল হোসেনের তৃতীয় ছেলে৷
নিহতের স্বজন সাজ্জাদ হোসেন জানান, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে। আমিরাতের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তার মরদেহ দেশে পাঠানো হবে।
Drop your comments: