April 25, 2024, 7:31 am

আমিরাতে শীতকালীন উৎসবে ৫০ ধরনের পিঠা

  • Last update: Monday, November 21, 2022

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শীতকালীন উৎসবে প্রায় ৫০ ধরনের পিঠা প্রদর্শন হয়েছে। গত শনিবার বাংলাদেশ লেডিস ক্লাব ইউএইর উদ্যোগে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়।

পিঠা উৎসবে চিতই, পাঠিসাপটা, পুলি , মালপোয়া, বিবিখানা, ভাপা, নকশি, গোলাপ, মুখশলা, কাটা, পাতা, কলা, পাকন পিঠা ছিল উল্লেখযোগ্য।

পিঠা প্রদর্শন ছাড়াও অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল খেলাধুলা ও পুরস্কার বিতরণ। আয়োজন সম্পর্কে লেডিস ক্লাবের এডমিন লিজা হোসেন জানান, ‘দূর প্রবাসে দেশীয় সংস্কৃতি ধারণ করার উদ্দেশ্যে ও বিনোদনের লক্ষ্যেই এই আয়োজন। শীতকালে দেশের পিঠা তৈরি করে সন্তানদের খাওয়ানো খুবই তৃপ্তির। আমরা আমাদের সন্তানদের মাঝে দেশীয় খাবারের স্বাদ তুলে ধরতে চাই৷ বলা যায় আমরা আমাদের শেকড়ের সঙ্গে মিশে যেতে চাই।’

পিঠা-পুলির নানন্দনিক উপস্থাপনায় ছিলো শীতের আগমনী বার্তা। উৎসবে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে শতাধিক প্রবাসী অংশ নেন৷ শীতকালীন পিঠা উৎসব প্রবাসী নারীদের মিলন মেলায় রূপ নেয়৷

এসময় নিশাত জাহান নিশু, লিজা রেদোয়ান, তানিয়া আহমদসহ সসংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন৷

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC