বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। বাংলাদেশেও এটি জনপ্রিয়তার শীর্ষে। দূর প্রবাসেও জনপ্রিয় এই খেলা থেকে দূরে সরতে পারেনি বাংলাদেশি প্রবাসীরা। মন মানসিকতাকে চাঙা রাখতে ও শারীর চর্চার অংশ হিসেবে প্রবাসেও আয়োজন হয় ফুটবল টুর্নামেন্ট। চট্টগ্রামের হালদা নদীর নামে আজমানে প্রবাসীদের সংগঠন হাটহাজারী সমিতির উদ্যোগে ‘হালদা ফুটবল টুর্নামেন্ট’ এর আয়োজন করা হয়েছে।
গতকাল বুধবার (৩১ জানুয়ারি) উক্ত প্রতিযোগিতায় দুটি ম্যাচের মাধ্যমে গ্রুপ পর্বের খেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্থানীয় সময় রাত ৯ টায় আজমানের হুমায়ুদ বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে আমিরাত এবং বাংলাদেশের জাতীয় সংঙ্গীতের পর বেলুন ও কবুতর আকাশে মুক্ত করার মাধ্যমে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের উপদেষ্টা ইসমাইল গণী চৌধুরী। এসময় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ আলী, দুবাইয়ে নিযুক্ত ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ মোবারকের পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ এয়াকুব।
এদিকে এই টুর্নামেন্ট নিয়ে হাটহাজারী প্রবাসীদের পাশাপাশি সকল প্রবাসীদের মাঝেও ছিল উৎসাহ উদ্দীপনা। সন্ধ্যার পরপরই স্টেডিয়ামে বিপুল পরিমাণ দর্শক ভীড় করেন৷ খেলা শুরুর আগেই নির্ধারিত গ্যালারি পরিপূর্ণ হয়ে যায়৷
টুর্নামেন্টে হাটহাজারী উপজেলার প্রবাসীদের ১২টি দল অংশ নিচ্ছে৷ আগামী ১০ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের খেলা শেষ হবে৷