December 12, 2024, 5:36 am
সর্বশেষ:
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত বিজয়ের মাস উপলক্ষে আমিরাতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শনে রংপুর রেঞ্জ ডিআইজি বান্দরবানে ডাকাত আতংকে নিরাপত্তাহীনতায় সাধারণ জনগণ চট্টগ্রাম নগরীর মোহরা ওয়ার্ড জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কোতোয়ালী থানা আলকরণ ওয়ার্ড জামায়াতের উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালী মহিপুরে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার লোহাগাড়ায় জয়িতা সম্মাননা পেলেন ডাঃ তাহমিনা সোলতানা ডেজি চুয়াডাঙ্গায় বিদেশি মদ ও ফেন্সিডিলসহ একজন আটক

আমিরাতে হাটহাজারী সমিতির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

  • Last update: Thursday, February 1, 2024

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। বাংলাদেশেও এটি জনপ্রিয়তার শীর্ষে। দূর প্রবাসেও জনপ্রিয় এই খেলা থেকে দূরে সরতে পারেনি বাংলাদেশি প্রবাসীরা। মন মানসিকতাকে চাঙা রাখতে ও শারীর চর্চার অংশ হিসেবে প্রবাসেও আয়োজন হয় ফুটবল টুর্নামেন্ট। চট্টগ্রামের হালদা নদীর নামে আজমানে প্রবাসীদের সংগঠন হাটহাজারী সমিতির উদ্যোগে ‘হালদা ফুটবল টুর্নামেন্ট’ এর আয়োজন করা হয়েছে।

গতকাল বুধবার (৩১ জানুয়ারি) উক্ত প্রতিযোগিতায় দুটি ম্যাচের মাধ্যমে গ্রুপ পর্বের খেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্থানীয় সময় রাত ৯ টায় আজমানের হুমায়ুদ বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে আমিরাত এবং বাংলাদেশের জাতীয় সংঙ্গীতের পর বেলুন ও কবুতর আকাশে মুক্ত করার মাধ্যমে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের উপদেষ্টা ইসমাইল গণী চৌধুরী। এসময় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ আলী, দুবাইয়ে নিযুক্ত ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ মোবারকের পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ এয়াকুব।

এদিকে এই টুর্নামেন্ট নিয়ে হাটহাজারী প্রবাসীদের পাশাপাশি সকল প্রবাসীদের মাঝেও ছিল উৎসাহ উদ্দীপনা। সন্ধ্যার পরপরই স্টেডিয়ামে বিপুল পরিমাণ দর্শক ভীড় করেন৷ খেলা শুরুর আগেই নির্ধারিত গ্যালারি পরিপূর্ণ হয়ে যায়৷

টুর্নামেন্টে হাটহাজারী উপজেলার প্রবাসীদের ১২টি দল অংশ নিচ্ছে৷ আগামী ১০ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের খেলা শেষ হবে৷

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC