বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাত আনোয়ারা কর্ণফুলি জাতীয়তাবাদি দলের উদ্যোগে খতমে কুরআন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ইন্টারন্যাশনাল সিটির নাহিদ আল মদিনায় আয়োজিত এই স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোহাম্মদ কায়সার, প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ আনোয়ারার ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বিএনপির মনোনিত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামান নিজাম, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আমিরাত শ্রমিক দলের সাধারণ সম্পাদক, ইউএই বিএনপি নেতা এস এম এরশাদুল আলম।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র রক্ষায় তাঁর অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন। বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন, দেশপ্রেম ও সাহসিকতার প্রতীক। তাঁর মৃত্যুতে দেশ ও জাতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কখনোই পূরণ হবার নয়।” অনুষ্টানে আরো উপস্তিত ছিলেন মোহাম্মদ শওকত হায়াত খান। মোহাম্মদ নেজাম উদ্দিন, মোহাম্মদ বাবুল উদ্দিন, মোহাম্মদ জসিম উদ্দিন রানা, মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন, মোহাম্মদ কামাল, আবু তাহের, কপিল, মোহাম্মদ ফারুক, আসিফ, আইয়ুব, অনুষ্ঠান পরিচালনা করেন, মোহাম্মদ শরীফ আজাদ,
বক্তারা দোয়ার পাশাপাশি আনোয়ারার সর্বস্তরের জনসাধারনকে ধানের শীষে ভোট দিতে ও সবার পরিবার কে ফোন করে ভোট কেন্দ্রে যেথে উদ্ভোদ্ধ করার আহবান জানান।
আনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়া ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
