বাংলা এক্সপ্রেস প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি দূতাবাস, দুবাই কনস্যুলেট ও বিভিন্ন প্রদেশে ভিন্ন ভিন্ন ব্যানারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) আবুধাবি বাংলাদেশ দূতাবাস ও দুবাই বাংলাদেশ কনস্যুলেটও আলাদা আলাদা কর্মসূচি পালন করে।
আবুধাবি দূতাবাস ও ইন্স্যুলেটে শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদানের মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালন করে বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসে রাষ্ট্রদূত আবু জাফরের সভাপতিত্বে ও ইন্স্যুলেটে বিএম জামাল হোসেনের সভাপতিত্বে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাস ও কনস্যুলেটের কর্মকর্তারা। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
কনস্যুলেটের অনুষ্ঠানে বাংলাদেশ থেকে রাজনৈতিক বিশ্লেষক, লেখক, সাংবাদিক ও রাজনীতিবিদরা অংশ গ্রহণ করেন।
অন্যদিকে, বাংলাদেশি পতাকাবাহি প্রতিষ্ঠান জনতা ব্যাংক শারাজা শাখায় শোক দিবস পালন করেছে।