আবুধাবিতে আগত আন্তর্জাতিক ভ্রমণকারীরা এখন জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পাচ্ছেন একটি ফ্রি সিম কার্ড। আবুধাবি এয়ারপোর্টস এবং টেলিকম প্রতিষ্ঠান ইঅ্যান্ড (e&) যৌথভাবে এই সুবিধা চালু করেছে, যার মাধ্যমে আগত অতিথিরা পাবেন ১০ জিবি ডেটাসহ একটি সিম কার্ড।
ফ্রি ১০ জিবি ডেটা ২৪ ঘণ্টার জন্য ব্যবহারযোগ্য, যা ভ্রমণকারীদের তাৎক্ষণিক সংযোগ নিশ্চিত করবে। ফলে তারা সহজেই মানচিত্র, রাইড-হেইলিং সেবা, অনলাইন পেমেন্ট, মেসেজিং এবং আবুধাবি পাসের মতো গন্তব্য নির্দেশিকা সেবাগুলো ব্যবহার করতে পারবেন।
বিশ্বের দ্রুততম বর্ধনশীল বিমান চলাচল কেন্দ্রগুলোর একটি জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর। এটি ৩০টিরও বেশি এয়ারলাইনসের মাধ্যমে ১০০টিরও বেশি গন্তব্যে যাত্রী পরিবহন করে। নতুন টার্মিনালটি ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ২ কোটি ৩৯ লাখ যাত্রী সেবা দিয়েছে, যা টানা ১৮টি প্রান্তিকে দ্বিগুণ অঙ্কের যাত্রী বৃদ্ধির রেকর্ড গড়েছে। এ অর্জন আবুধাবির বৈশ্বিক গন্তব্য হিসেবে ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রমাণ।
আবুধাবি এয়ারপোর্টসের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এলিনা সোরলিনি বলেন, “আমাদের লক্ষ্য ভবিষ্যতের ভ্রমণ অভিজ্ঞতা গড়ে তোলা এবং নিশ্চিত করা যে আবুধাবিতে অবতরণের মুহূর্ত থেকেই প্রতিটি যাত্রী স্বাগত বোধ করেন।”
ইঅ্যান্ড ইউএই-এর সিইও মাসউদ এম. শরীফ মাহমুদ বলেন, জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরবচ্ছিন্ন সংযোগ ভ্রমণকারীদের জন্য আগমনের মুহূর্ত থেকেই সুবিধা এবং আরাম নিশ্চিত করবে। তিনি আরও বলেন, “জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আমরা আগমন প্রক্রিয়াকে আরও সহজ করছি—দ্রুত, ডিজিটাল-ফার্স্ট অভিজ্ঞতা দিয়ে যাতে প্রতিটি ভিজিটর প্রথম মুহূর্ত থেকেই নিজেকে ঘরের মতো অনুভব করেন।”
