আবুধাবিতে এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কর্নেল অলির ভার্চুয়াল বার্তা

সনজিত কুমার শীল, আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর গৌরবময় ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী গত ৩০শে অক্টোবর ২০২৫ তারিখে স্থানীয় একটি রেস্টুরেন্ট হলরুমে উদযাপিত হয়েছে। বিশিষ্ট এলডিপি নেতা এস এম ইদ্রিসের সভাপতিত্বে এবং মোঃ মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মহিউদ্দিন, মোঃ নাজিম উদ্দিন, খোরশেদ আলম, আব্দুল মান্নান, আব্দুল সালাম, মোঃ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আফসার উদ্দিন এবং মোঃ জুনায়েদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা গর্বিত জাতির সন্তান, বীর মুক্তিযোদ্ধা এবং পাক বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র বিদ্রোহকারী জাতীয় নেতা এলডিপির প্রতিষ্ঠাতা ডঃ কর্নেল অলি আহমদ বীর বিক্রম-এর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এলডিপির চেয়ারম্যান ডঃ কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেন, বিএনপি যেখানে ভালো প্রার্থী দেবে সেখানে আমাদের প্রার্থীর দরকার হবে না, তবে জোটের কাছে সব আসনে যথাযথ মূল্যায়ন না পাওয়ার আশঙ্কাও তিনি প্রকাশ করেন। তিনি আশা করেন, আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এলডিপিকে যথার্থ মূল্যায়ন করবে, কারণ ২০১০ সালের আগে থেকেই এই ঐক্যজোট একত্রে কাজ করে আসছে। পরে কেক কেটে দলটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *