আফ্রিকার কেপটাউনে আব্দুল হালিম নামে এক প্রবাসী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে আফ্রিকার কেপটাউন শহরের গ্রুট শুউর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রবাসী আব্দুল হালিম কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ঢেপাহাটি গ্রামের মৃত লালন কোম্পানীর ছেলে।
প্রবাসী হালিমের ভাই মিজানুর রহমান জানান, শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে আফ্রিকার কেপটাউন শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, রোববার (১৪জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা ২টার দিকে আফ্রিকার কেপটাউনে আব্দুল হালিমের জানাজা অনুষ্ঠিত হবে এবং ভাইয়ের শেষ ইচ্ছা অনুযায়ী কেপটাউনে তার দাফন সম্পন্ন করা হবে।
জানা গেছে, তিনি দীর্ঘদিন আফ্রিকায় তার পরিবারসহ বসবাস করতেন। সেখানে তিনি ব্যাবসা করতেন। এছাড়াও তিনি মসজিদ, মাদরাসা প্রতিষ্ঠাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।
আফ্রিকা প্রবাসী শেখ আরিফুর রহমান নামে এক বাংলাদেশী জানান, প্রবাস জীবনে আব্দুল হালিম আমাদের অভিভাবক ছিলেন। তিনি আফ্রিকায় মসজিদ, মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।