April 24, 2024, 7:18 pm

আফগানে বোরকা কেনার হিড়িক, দেয়াল থেকে মুছে ফেলা হচ্ছে নারীদের বিজ্ঞাপন

  • Last update: Monday, August 16, 2021

কাবুলে তালেবান পা রাখার পর থেকেই সেখানকার বাসিন্দারা রয়েছেন আতঙ্কে। শহর ছেড়ে পালাচ্ছেন অনেকেই। আবার অনেকেই ভিড় করছেন কাবুল বিমানবন্দরে। এর মধ্যে দেখা গেল ভিন্ন এক চিত্র। রাজধানীর দেয়াল থেকে বিজ্ঞাপনে ব্যবহৃত নারী মডেলদের ছবি মুছে ফেলা হচ্ছে।

রোববার আফগানিস্তানের টোলো নিউজ টেলিভিশন চ্যানেলের প্রধান লুৎফুল্লাহ নাজাফিজাদা একটি ছবি টুইটারে শেয়ার করেন।

এতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি কাবুলের একটি দেয়াল থেকে পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে থাকা নারীর ছবি রঙ দিয়ে মুছে ফেলছেন।

তালেবান কাবুল দখল করার পর নারীরা রয়েছেন আতঙ্কের মধ্যে। ইতোমধ্যে রাজধানীতে বোরকা কেনার হিড়িক পড়ে গেছে।

তবে নারীদের নিয়ে এবার অনেকখানি নরম অবস্থান নিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

তিনি বলেন, মহিলাদের ব্যাংকে কাজ করতে দেওয়া হবে কিনা এ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। ইসলামিক আইন প্রণয়নের পর চূড়ান্ত হবে।

১৯৯৬ থেকে ২০১১ সাল পর্যন্ত তালেবানি শাসনে নারীদের শিক্ষা ও কাজের অধিকার ছিল না। বিতর্কিত সেই শাসনই ফিরতে চলেছে নাকি নতুন কোনো সংস্কার আনবে তাদের শাসনে তা সময়ই বলে দেবে।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। তালেবান দেশটির ৩৪টির মধ্যে অধিকাংশ প্রদেশের রাজধানীর দখলে নিয়েছে। সর্বশেষ কাবুলে ঢোকার পর প্রেসিডেন্ট প্যালেসও দখলে নেয় গোষ্ঠীটি। এখন তারা দীর্ঘদিনের যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্ষমতা বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC