সোলায়মান হাসান: নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুয়ার আখড়া হিসেবে পরিচিত হাইজাদী ইউনিয়নের উদয়দী এলাকায় জুয়ার আখড়ায় অভিযান চালিয়ে ৮ জুয়ারিকে আটক করে শুক্রবার নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। সেইসাথে অপর এক মামলায় আরো একজনকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জুয়ারিরা হলেন- আমির হোসেন, আফসার, হবি হোসেন, মনির হোসেন,শ্যামল,পনির, শামীম ও হানিফ।
এলাকাবাসী জানায়, এরা প্রতিদিন ওই এলাকায় লাখ লাখ টাকার জুয়ার আসর বসায়। কেউ বাধা দিলে তারা বাধাদানকারীদেরকে প্রাণ নাশের হুমকী দেয়। এলাকার কতিপয় অর্থ লোভী প্রভাশালী লোকদেরকে মোটা অংকের বখড়া দিয়ে তারা সাড়া বছর লাখ লাখ টাকার জুয়া খেলে থাকে। তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে গেলে ওই সমস্ত অর্থলোভী বখড়া আদায়কারীরা তাদেরকে ছাড়িয়ে নিতে তদবীর করে থাকে।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, যারা জুয়ার সাথে জড়িত থাকে তাদের সাথে এলাকার চোর ডাকাতদের সখ্যতা থাকতে পারে। তাই তাদরেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।