সোলায়মান হাসান: নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছেন, ধানের শীষে জনগণের মূল্যবান ভোটে নির্বাচিত হলে আড়াইহাজারকে একটি আধুনিক ও সমৃদ্ধ মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, “আপনাদের ভোটে জয়ী হতে পারলে একটি সুন্দর, নিরাপদ ও উন্নত আড়াইহাজার আপনাদের উপহার দেব।” তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে আড়াইহাজারে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদকসহ সব ধরনের অপরাধ কঠোর হাতে দমন করা হবে। চুরি ও ডাকাতি বন্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের উদ্যোগে শ্রীনিবাসদী মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে তিনি কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে অগ্রাধিকারভিত্তিতে প্রকল্প গ্রহণের প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তিনি বলেন, একটি সমৃদ্ধ আড়াইহাজার গড়ে তুলতে তিনি সর্বদা জনগণের পাশে থাকবেন, ইনশাআল্লাহ। মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ। সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশের আগে মাহমুদপুর ইউনিয়নের আগুয়ান্দী, শ্রীনিবাসদীসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং দলের নির্বাচনী বার্তা তুলে ধরেন।
