অ্যামাজনে চাকরি হারাচ্ছে আরও ৩০ হাজার কর্মী

আরও ৩০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। খরচ কমানোর পাশাপাশি অতিরিক্ত নিয়োগের ভার সামলাতে এই পথেই হাঁটতে চলেছে সংস্থাটি। আর এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ২০২২ সালের পর এটিই হবে কোম্পানির সবচেয়ে বড় চাকরি সংকোচন। মঙ্গলবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, করপোরেট খরচ কমাতে এবং মহামারির সময় অতিরিক্ত নিয়োগের প্রভাব সামাল দিতে আবারও বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন। মঙ্গলবার থেকেই প্রায় ৩০ হাজার করপোরেট কর্মীকে ছাঁটাই শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র ব্লুমবার্গকে এ তথ্য নিশ্চিত করেছে।

অ্যামাজনের মোট কর্মীর সংখ্যা ১৫ লাখ ৫০ হাজার। সেই তুলনায় ৩০ হাজার কর্মীকে ছাঁটাই করাটা ছোট অংশ বলে মনে হলেও এটি করপোরেট পর্যায়ের মোট কর্মীর (৩ লাখ ৫০ হাজার) প্রায় ১০ শতাংশ। ২০২২ সালের শেষের দিকে প্রায় ২৭ হাজার কর্মী ছাঁটাইয়ের পর এটিই হবে কোম্পানির সবচেয়ে বড় কর্মীসংকোচন। অবশ্য অ্যামাজনের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

রয়টার্স বলছে, গত দুই বছরে অ্যামাজন বিভিন্ন বিভাগে ছোট পরিসরে একাধিক দফায় কর্মী ছাঁটাই করেছে। এর মধ্যে ডিভাইস, কমিউনিকেশন ও পডকাস্ট বিভাগও রয়েছে। নতুন দফার এই ছাঁটাইয়ের আওতায় পড়তে পারে মানবসম্পদ, অপারেশনস, ডিভাইস ও সার্ভিস এবং অ্যামাজন ওয়েব সার্ভিসেস বিভাগ।

সূত্র জানায়, সোমবার থেকেই সংশ্লিষ্ট বিভাগের ম্যানেজারদের কর্মী ছাঁটাই সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে মঙ্গলবার সকালে ইমেইলের মাধ্যমে ছাঁটাইয়ের নোটিশ পাঠানোর পর তারা সঠিকভাবে পরিস্থিতি সামাল দিতে পারেন।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *