March 30, 2023, 11:42 am

১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি ২০ বছর পর র‌্যাবের হাতে গ্ৰেফতার

  • Last update: Friday, January 20, 2023

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯, সিলেট এর অভিযানে মৌলভীবাজার সদর উপজেলা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ১ জন আসামীকে গ্রেপ্তার করেছে। তাকে প্রায় ২০ বছর পর গ্রেপ্তার করে র‌্যাব।

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল ১৯ জানুয়ারি দিবাগত রাতে মৌলভীবাজার জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসএমপি-সিলেট এর কোতয়ালী থানার মামলা নং- ১৮(০৮) ২০০০, জিআর নং- ৭০৫/২০০০, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইনের ০৭/২০০০ মূলে ১৪ বছরের সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামীকে গ্রেপ্তার করে।

Advertisements

গ্রেপ্তারকৃত আসামী ময়মনসিংহ জেলার ফুলপুর থানার রুপসী এলাকার বাসিন্দা মৃত আব্দুর রহিম এর ছেলে সিরাজ (৪১)। বর্ণিত আসামী দীর্ঘদিন যাবৎ মৌলভীবাজার জেলার সদর থানা এলাকায় ছদ্মবেশে বসবাস করে আসছিল। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামীকে আজ শুক্রবার (২০জানুয়ারী) ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বলে জানান।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2022 | Bangla Express | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC