May 30, 2023, 3:16 am
সর্বশেষ:

সাবেক প্রতিমন্ত্রী কবীর হোসেন মারা গেছেন

  • Last update: Wednesday, May 3, 2023

চারবারের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কবীর হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার (৩ মে) দুপুর ৩টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কবীর হোসেন ইন্তেকাল করেন।

Advertisements

বিএনপির চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মিজানুর রহমান মিনু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তাঁর দাফনের বিষয়টি পরে জানানো হবে।

অ্যাডভোকেট কবীর হোসেন একাধারে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন। এর মধ্যে ১৯৯১ ও ১৯৯৬ সালে রাজশাহী-২ (সদর) আসন থেকে এবং ২০০১ সালে রাজশাহী-৫ (বাঘা-চারঘাট) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন। এর মধ্যে ১৯৯১ সালে রাজশাহী-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপি সরকারের প্রথম মন্ত্রিসভার প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে তাঁকে ভূমি প্রতিমন্ত্রী করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2022 | Bangla Express | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC