যশোর জেলা প্রতিনিধি : ৮৫, যশোর-১ শার্শা আসনের গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র গুলো পরিদর্শন করেছেন নির্বাচন পর্যবেক্ষক ও ইন্ডিয়ান ইলেকশন কমিশনের পিন্সিপাল সেক্রেটারি মোঃ ওমর।
সকালে উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে ভোট গ্রহণ শুরুর পর বেলা সাড়ে ১০টার সময় তিনি বেনাপোলের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে উপজেলার বিভিন্ন কেন্দ্রের সুষ্ঠু ভোট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এসময় ইন্ডিয়ান ইলেকশন কমিশনের পিন্সিপাল সেক্রেটারি মোঃ ওমর এর সাথে নাভারণ সার্কেলের এএসপি আল নাহিয়ান ও উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শীতার্থ আবহাওয়ার মধ্যে দিয়ে সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে ভোটার উপস্থিতি বাড়তে থাকে প্রতিটি ভোট কেন্দ্রে। এখনো পর্যন্ত এই উপজেলার ভোট ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাবাবিক রয়েছে।