October 5, 2024, 5:55 pm
সর্বশেষ:
লায়ন্স ক্লাব অফ ফরিদপুর অক্টোবর সেবা সপ্তাহ উদযাপিত বান্দরবানে সরকারি শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ লাঠিটিলা সাফারি পার্কের প্রকল্প বাতিলের সুপারিশ মোরেলগঞ্জ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৪ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত আলফাডাঙ্গা বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে মানববন্ধন  প্রকাশিত সংবাদের প্রতিবাদ রাজাখালী ইউপি চেয়ারম্যান বাবুলের জুড়ী উপজেলা যুবলীগের সেক্রেটারি শ্রীঘরে  ভারতে রাসুলুল্লাহ (সাঃ) এর নামে কটুক্তি করায় আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মৌলভীবাজারে এমপিসহ ১৫০ জনকে আসামি করে মামলা

  • Last update: Thursday, August 15, 2024

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারে গত ৪ঠা আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বাঁধা ও হামলার ঘটনায় সাবেক এমপিসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ১৫০ জন নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে আরও ২০০ জনকে।

গতকাল বুধবার (১৪ই আগস্ট) রাতে মৌলভীবাজার মডেল থানায় বাদী হয়ে এ মামলা দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক আব্দুল কাদির তালুকদার। সমন্বয়ক আব্দুল কাদির তালুকদার জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত (৪ঠা আগস্ট) জেলা সদরে সাধারণ শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করে। এ সময় সাবেক এমপির নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে বাঁধা দেয়। একপর্যায়ের হামলা চালিয়ে সবাইকে ছত্রভঙ্গ করে শিক্ষার্থীদের মারধর করে। তিনি জানান, গতরাতে থানায় সাবেক এমপি জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি নেছার আহমদসহ হামলায় জড়িত ১৫০ জন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ সময় মামলায় আরও ২০০ জনকে অজ্ঞাত করে রাখা হয়। মৌলভীবাজার মডেল থানার ওসি কেএম নজরুল ইসলাম, মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা অভিযান পরিচালনা করছি।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC