মো: শাহিদুজ্জামান সবুজ, ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী এলাকার সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছে।
গতকাল রাত সাড়ে আটটার দিকে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনাটি ঘটে।
ওই নারী রাস্তা পারাপারের সময় ঢাকার দিক থেকে আসা বাসটি ময়মনসিংহ যাওয়ার পথে অজ্ঞাত সেই নারীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
স্থানীয়রা পুলিশে খবর দিলে ভরাডোবা হাইওয়ে পুলিশ নিহত নারীর লাশটি উদ্ধার করে পুলিশ ফাঁরিতে নিয়ে যায়।