March 30, 2023, 10:19 am

বিয়ের শর্তে ধর্ষণ মামলায় আ’লীগের সাবেক এমপির জামিন

  • Last update: Tuesday, March 14, 2023

ভরণপোষণ বাবদ ৫০ লাখ টাকা ও বিয়ের শর্তে ধর্ষণ মামলায় জামিন পেয়েছেন পাবনা-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য(এমপি) খন্দকার আজিজুল হক আরজু ওরফে ফারুক।

সোমবার (১৩ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক বেগম সামছুন্নাহার জামিনের এ আদেশ দেন।

Advertisements

এদিন আদালতে আরজুর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট ডি এম সাইফুল ইসলাম জামিন আবেদন করেন।

শুনানি শেষে আদালত আপসের শর্তে তার জামিনের আদেশ দেন।

Advertisements

গত বছরের ২২ এপ্রিল শিক্ষানবিশ এক আইনজীবী আদালতে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্তের আদেশ দেন।

তদন্তের পর ঢাকা মহানগর উত্তর পিবিআইর পরিদর্শক সাব্বির মোহাম্মদ সেলিম ট্রাইব্যুনালে ৫ জানুয়ারি অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। ১৬ জানুযারি একই আদালত পিবিআইয়ের দেওয়া প্রতিবেদন আমলে নিয়ে আরজুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

২২ ফেব্রুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আরজু। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Advertisements
Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2022 | Bangla Express | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC