ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে অবস্থান নিয়েছে খাদিজা আক্তার মিম (১৯) নামের এক তরুণী।
সোমবার (১ জানুয়ারি) সকালে উপজেলার বিদ্যাকুট গ্রামের পশ্চিমপাড়া সুরুজ মিয়ার ছেলে প্রবাসী অলিউল্লাহর বাড়িতে আসেন তিনি। মিম কক্সবাজার টেকনাফ থানার ইসলামবাদ গ্রামের হানছরপাড়ার নজির আহমেদের মেয়ে।
খাদিজা আক্তার মিম সময়ের আলোকে জানান, উপজেলার বিদ্যাকুট গ্রামের সুরুজ মিয়ার ছেলে প্রবাসী অলিউল্লাহর সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক তার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় প্রবাসী অলিউল্লাহর সাথে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভিডিও কলে অপ্রীতিকর দৃশ্য ধারণ করে পরে বিভিন্ন সময়ে তার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে। গত এক সপ্তাহ ধরে তাদের মধ্যে বানাবনি হচ্ছিল না। তাই টেকনাফ থেকে নবীনগর অলিউল্লার বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছে।
বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য দ্বীন ইসলাম জানান, বিষয়টি শুনেছি, কক্সবাজার টেকনাফ থেকে একটি মেয়ে বিদ্যাকুট গ্রামের মধ্যপাড়া সুরুজ মিয়ার ছেলে অলিউল্লাহর বাড়িতে বিয়ের দাবিতে অবস্থায় নিয়েছে। তবে অলিউল্লাহ প্রবাসে থাকায় পরিবারের পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে। বর্তমানে মেয়েটি অলিউল্লাহর বাড়িতে আছে।